বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় একটি গাড়ি খাদে পড়ে যাওয়ায় নয়জন কলম্বিয়ান সেনা নিহত এবং অপর ২০ জন আহত হয়েছেন। খবর এএফপি।
বোগোটা থেকে এএফপি জানায়, নারিনো বিভাগের গভর্নর লুইস আলফোনসো এসকোবার ব্লু রেডিওকে বলেন, রোববার গভীর রাতে ৩৬ জন আরোহী নিয়ে সামরিক গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে যায়।
একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা গভীর খাদের তলদেশে দড়ি ব্যবহার করে আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার রাতে সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জনকে ‘বিশেষ চিকিৎসা’ দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ৯ সৈন্য নিহত এবং ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইকুয়েডরের সীমান্তবর্তী নারিনোতে কোকেন পাচারের ঘটনায় সৈন্যরা নিরাপত্তা অভিযানে অংশ নিতে যাচ্ছিল।
বিএনএনিউজ/এইচ.এম।