বিশ্ব ডেস্ক: রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষিতে প্রতিবেশি রাষ্ট্র পোল্যান্ড ইউক্রেনের ১০লাখ শরণার্থীকে আশ্রয় দিতে সার্বিক প্রস্তুতি নিয়েছে।
পাল্যান্ড সরকার ইতোমধ্যে দেশটির প্রতিটি প্রাদেশিক সরকারকে ইউক্রেনের শরণার্থীদের স্বাগত জানাতে ও বসবাসের জন্য অস্থায়ী গৃহ তৈরি করতে নির্দেশ দিয়েছে। খবর দিন্যাশনালনিউজ ডটকম।
গত সপ্তাহে মার্কিন সরকার অতিরিক্ত ৫হাজার সৈন্য প্রেরণ করেছে পোল্যান্ডে। ২০১৪সালে রাশিয়ার সাথে ইউক্রেনের বিরোধের পর যুক্তরাষ্ট্র তার মিত্রদেশ ইউক্রেনকে সমর্থন দিতে নিয়মিতভাবে ৪হাজার সৈন্যকে পোল্যান্ড রেখেছে।
বিএনএনিউজ২৪,জিএন