14 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় দুই শিশু নিহত

নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় দুই শিশু নিহত

দুর্ঘটনা

বিএনএ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের  আড়াইহাজারে  কাভার্ডভ্যানচাপায় দুই শিশু নিহত হয়েছে।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে আশ্রমে যাওয়ার পথে লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।এসময় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলো- ইরছা রানী বর্ধন (৭) ও বৃষ্টি বর্ধন (৫)। ইরছা রানী উপজেলার মনোহরদী গ্রামের সুজনের মেয়ে ও বৃষ্টি সুমন বর্ধনের মেয়ে।

আহতরা হচ্ছে  সুমন বর্ধন ও কার্তিক বর্ধন ।  তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা  এ সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ  জানান, সকালে মোটরসাইকেলে করে সুমন বর্ধন তার বাবা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধন ও ভাতিজি ইরছা রানী বর্ধনকে নিয়ে সোনারগাঁয়ের বারোদী আশ্রমে যাচ্ছিলেন। তারা লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলে ইরছা রানী মারা যায়। বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ