27 C
আবহাওয়া
৭:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দূর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

দূর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

দূর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর বনানীতে দূর্বৃত্তদের ছুরিকাঘাতে শাকিল আহমেদ (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।বুধবার(২৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে দশটার দিকে বনানী স্টার কাবাবের পাশের রাস্তায় এই ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারী) সকালে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন হোসেন জানান, শাকিল নামের ওই কিশোর পরিবারের সঙ্গে বনানীর কড়াইল বস্তিতে থাকতো ।গতকাল রাতে বনানী স্টার কাবাবের পাশে ৪/৫ জন যুবক তার বুকে ছুরিকাঘাত করে। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় স্বজনরা একটা মামলা দায়ের করছেন। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত শাকিলের বাবা মো.জসিম জানান, তাদের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলা। কড়াইল বস্তিতে নিজেদের ঘরে থাকেন তারা। দুই ভাইয়ের মধ্যে শাকিল ছোট। সে স্থানীয় একটি স্কুলে ৬ষ্ট শ্রেণীতে পড়তো। গতকাল রাতে কয়েকজন যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। কারা, কি কারণে তাকে খুন করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।

বিএনএ/ আহা, ওজি

Loading


শিরোনাম বিএনএ