31 C
আবহাওয়া
৯:০৫ অপরাহ্ণ - মে ২৩, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে ‘আরসা’ গ্রুপের তিন সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারে ‘আরসা’ গ্রুপের তিন সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজারে ‘আরসা’ গ্রুপের তিন সন্ত্রাসী গ্রেপ্তার

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবির সংলগ্ন গহীন বনে আরসা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, শতাধিক গোলাবারুদসহ আরসা গ্রুপের তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিন আরসা সদস্য হলেন, মো ওসমান, ইমাম হোসেন ও নেছার হোসেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন গহীন বনের লাল পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান।

তিনি আরও বলেন, বেশ কিছু আরসা সন্ত্রাসী ক্যাম্প ছেড়ে ক্যাম্পের বাইরে বনে আস্তানা গড়ে তুলেছে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় আস্তানা থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, চারটি মাইন, বিপুল গোলাবারুদসহ ৩ আরসা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ক্যাম্পেগুলোতে আরসা বিরোধী অভিযান জোরদার হওয়ায় তারা গা ঢাকা দিতেই প্রায় একমাস ধরে পাহাড়ে আস্তানা গেড়েছে এবং সেখান থেকে ক্যাম্পে ঢুকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পুনরায় পাহাড়ে চলে যায়। বড় ধরনের কোনো নাশকতা চালানোর জন্যই তারা এখানে আস্তানা তৈরি করেছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ