18 C
আবহাওয়া
১২:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে চার কারখানায় সার উৎপাদন বন্ধ

চট্টগ্রামে চার কারখানায় সার উৎপাদন বন্ধ

চট্টগ্রামে চার কারখানায় সার উৎপাদন বন্ধ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চারটি বড় সার কারখানায় উৎপাদন বন্ধ হওয়ায় আবারও সংকটের মুখে দেশের কৃষি খাত। ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ এই সময়ে, গ্যাসসংকট ও কারিগরি ত্রুটি সারের সরবরাহ ব্যবস্থাকে ব্যাপকভাবে ব্যাহত করছে। বর্তমানে কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কম্পানি (সিইউএফএল) এবং এর ডিএপি-১ ও ডিএপি-২ ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে।

চট্টগ্রামের এসব কারখানা থেকে সারা দেশে সার বিতরণ করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। বন্দরনগরীতে গ্যাসসংকটের পাশাপাশি কারখানাগুলোয় চলমান কারিগরি সমস্যাকে উৎপাদন বন্ধ হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

বিসিআইসির মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, এসব কারখানায় গ্যাস শুধু জ্বালানি হিসেবে নয়, একই সঙ্গে কাঁচামাল হিসেবেও ব্যবহৃত হয়। আমাদের কাছে আগামী দুই মাসের জন্য যথেষ্ট সার রয়েছে। এই দুই মাসের মধ্যে গ্যাসসংকট না কাটলে, বাজারে সারসংকট দেখা দেবে। অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে তেমনভাবে সার আমদানিরও সুযোগ নেই।

তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে এবং কারখানার যন্ত্রপাতি মেরামতের কাজ শেষ হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ বিএম /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ