18 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম

বিএনএ,ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত মেহেদি হাসান স্বপন হত্যার অন্যতম আসামি আসাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার ( ২৪ জানুয়ারি) রাতে শৈলকুপা উপজেলার সারুটিয়া গ্রাম থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি আসাদ নিহত’র আপন চাচাতো ও সারুটিয়া গ্রামের পান্নু মন্সির ছেলে।

র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন ধরে আসাদ পালিয়ে ছিল। র‌্যাব ছায়া তদন্ত শুরু করে আসাদের উপস্থিতি নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে নৌকা প্রতিক নিয়ে বিজয়ী চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সমর্থকরা স্বপনকে কুপিয়ে আহত করে।

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুরে রেফার্ড করা হলে ২২ জানুয়ারি তার মৃত্যু হয় বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিএনএনিউজ২৪.কম/আতিক/এনএএম

Loading


শিরোনাম বিএনএ