28 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আত্মহত্যা শেখাতে প্রাণ গেল যুবকের

আত্মহত্যা শেখাতে প্রাণ গেল যুবকের

রাজধানীতে বাসায় গলায় ফাঁস দিয়ে খেলোয়াড়ের আত্নহ্ত্যা

বিএনএ, রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জের ও বন্ধুদের আত্মহত্যা শেখাতে গলায় ফাঁস লেগে প্রাণ গেল দুই যুবকের।

রোববার(২৪ জানুয়ারী) রাত সাড়ে ৯টায় এবং সোমবার (২৫ জানুয়ারি) ভোরে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শোয়েব আহমেদ (২৮) ও নাইমুর রহমান নয়ন (২২)।

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুণের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিল। অপরদিকে নিহত নাইমুর রহমান কাপ্তাই প্রজেক্ট এলাকার ফরহাদ হোসেন ছেলে।

কাপ্তাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, ‘রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইমুর রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।’

স্থানীয়রা জানান, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে কিভাবে আত্মহত্যা করে সেই গল্প করছিল নাইমুর রহমান নয়ন। এক পর্যায়ে বন্ধুদের আত্মহত্যা কিভাবে করে তা দেখাতে গিয়েই গলায় ফাঁস লেগে যায় নয়নের গলায়। পরে দ্রুত চন্দ্রঘোনা মিশনারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনএ/ শামসুল, এমএইচ,ওজি

Loading


শিরোনাম বিএনএ