৭:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সিলেটে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

সিলেটে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ইছামতি নদী থেকে মরদেহ উদ্ধার

বিএনএ, সিলেট : সিলেটের জৈন্তাপুর গাছ কাটার সময় পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলায় দরবস্ত রনিফৌদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলি আহমেদ উপজেলার বালিদারা গ্রামের মকবুল আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিক দরবস্ত রনিফৌদ গ্রামের আল আমিন নামে এক ব্যক্তির বাড়িতে গাছকাটার কাজ করছিলেন। বিকাল ৩টার দিকে গাছের উপরে থাকা অবস্থায় প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হলে দ্রুত গাছ থেকে নামার চেষ্টা করেন। এ সময় গাছ থেকে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হিল্লোল সাহা বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। গাছ থেকে পড়ে তার চোখে ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ