22 C
আবহাওয়া
৩:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জাপানে তুষারপাতে ৮ জনের মৃত্যু

জাপানে তুষারপাতে ৮ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : জাপানের উত্তর-পশ্চিমাঞ্চল তুষারপাতে বিপর্যস্ত। এ দুর্যোগে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। পুরো অঞ্চলে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। খবর কিয়োদো নিউজ।

খবরে বলা হয়েছে, গত কয়েকদিনের অব্যাহত ভারি তুষারপাতে বিপর্যস্ত জাপানের উত্তর-পশ্চিমাঞ্চল। বৃষ্টির মতো পড়ছে ঝরছে তুষার। বরফে ছেয়ে আছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা। রাস্তার পাশে রাখা গাড়িগুলোতে জমে আছে পুরু বরফের স্তর। আর তা সরানোর কাজে ব্যস্ত সাধারণ মানুষ। প্রচণ্ড ঠান্ডা মধ্যেই মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে এ তুষারপাত। পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে কানাজাওয়া ও সাপ্পোরোতে। শহর দুটির কোন কোন এলাকায় শুক্রবার (২৩ ডিসেম্বর) ৬১ সেন্টিমিটার পর্যন্ত পুরু বরফের স্তর রেকর্ড করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শও দিয়েছে কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ