30 C
আবহাওয়া
৫:০১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বড়দিন উপলক্ষে গির্জায় নিরাপত্তা জোরদার

বড়দিন উপলক্ষে গির্জায় নিরাপত্তা জোরদার

বড়দিন উপলক্ষে গির্জায় নিরাপত্তা জোরদার

বিএনএ ঢাকা: খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে রাজধানীতে গির্জাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই বিষয়ে ডিএমপির প্রতিটি বিভাগকে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।

পাশাপাশি এ বছর করোনা পরিস্থিতি বিবেচনায় সরকারি নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জায় প্রবেশ নিশ্চিতে অনুরোধ জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্র জানিয়েছে, বড়দিনের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এবং নিরাপদে ধর্মানুরাগীরা যাতে সুষ্ঠুভাবে গির্জায় যাতায়াত করতে পারেন সে লক্ষ্যে কিছু নিরাপত্তা নির্দেশনা দেয়া হয়েছে। এবারের ক্রাইম কনফারেন্সেও এর ওপর গুরুত্ব দিয়ে কর্মকর্তাদের সুনির্দিষ্ট নিরাপত্তা নির্দেশনা দেয়া হয়।

জানা গেছে, গির্জাগুলোয় থাকবে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গির্জাসহ অনুষ্ঠানস্থলের আশপাশে ইভটিজিং প্রতিরোধে বিশেষ নজরদারি দেয়া হবে।

এ নিয়ে বিষয়ে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, এবার বড়দিনে গির্জাগুলোয় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। আর্চওয়ে বসানো হয়েছে। সেখানে তল্লাশি করা হবে। তল্লাশির মধ্য দিয়েই গির্জায় প্রবেশ করতে হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ