23 C
আবহাওয়া
১১:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » জানুয়ারির শেষে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারির শেষে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

জানুয়ারির শেষে ৩ কোটি ডোজ ভ্যাকসিন আসবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ,ঢাকা: জানুয়ারির শেষে ৩ কোটি ডোজ করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী  ডা. জাহিদ মালেক।করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিমানবন্দরে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)রাজধানীর তোপখানা রোডে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ বাংলাদেশে এখনও আঘাত হানেনি।শুরুতে করোনার চিকিৎসা পদ্ধতি জানা ছিল না।ফলে কিছুটা ঘাটতি ছিল,এখন পরিস্থিতি ভিন্ন।চিকিৎসকরা অব্যাহতভাবে সেবা দিয়ে যাচ্ছেন।এখানে শুধু আরটিপিআর টেস্ট হচ্ছে না।এন্টিজেন টেস্টও হচ্ছে।

তিনি বলেন,বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভাল।পুরো ইউরোপ লকডাউনে চলে গেছে,কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।করোনা নিয়ন্ত্রণে না থাকলে এটা হতো না।৮০ শতাংশ রোগী বাসায় থেকে টেলিমেডিসিনে ভাল হয়েছে।স্বল্প সময়ের মধ্যে ২ হাজার ডাক্তার ও ১ হাজার ৫০০ নার্স নিয়োগ দেয়া হয়েছে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,করোনায় সরকারি প্রতিষ্ঠানের চিকিৎসক যারা মারা গেছেন এবং যারা আক্রান্ত হয়েছেন দ্রুততম সময়ে তাদের ইনসেনটিভ দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।সুস্থ ও সতর্ক থেকে সেবা চালিয়ে যাওয়ার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জাহিদদ মালেক।

স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ