সংক্ষুব্ধ একটি পক্ষ হেফাজতের বিরুদ্ধে মামলা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
25 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » সংক্ষুব্ধ একটি পক্ষ হেফাজতের বিরুদ্ধে মামলা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষুব্ধ একটি পক্ষ হেফাজতের বিরুদ্ধে মামলা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংক্ষুব্ধ একটি পক্ষ হেফাজতের বিরুদ্ধে মামলা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ,খাগড়াছড়ি: হেফাজতের বিরুদ্ধে সরকার মামলা করেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।যারা মামলা করেছেন প্রত্যাহার করবেন কিনা তারাই সিদ্ধান্ত নেবেন-জানিয়ে তিনি বলেন,এখানে সরকারের কিছুই করার নেই।

বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) খাগড়াছড়িতে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, সংক্ষুব্ধ একটি পক্ষ হেফাজতের বিরুদ্ধে মামলা করেছে।মামলা করা নাগরিক অধিকার, কেউ যদি মনে করেন অন্যায় হয়েছে, সংক্ষুব্ধ হয়ে তারা মামলা করেছে, যে কেউ মামলা করতে পারেন।বিচার বিভাগ স্বাধীন।বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে।এ ব্যপারে বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, ‘ভাস্কর্য পাহাড়ার জন্য হাইকোর্ট থেকে একটি নির্দেশনা এসেছে।সরকার সেই অনুযায়ী কাজ করছে।শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়; বাগা যতীনের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে।এগুলো বাংলাদেশের কৃষ্টি।ভাস্কর্য বাংলাদেশের ইতিহাসের অংশ।এগুলো সুরক্ষার দায়িত্ব সবার। জনগণেরও এখানে দায়িত্ব রয়েছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

এর আগে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নায়াণগঞ্জ ও চাঁদপুরে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খান কামাল।এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় ই-পাসপোর্ট সেবার আওতায় এল।

খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ির সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান ও প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান।

বিএনএনিউজ/আরকেসি

Total Viewed and Shared : 1 39 , 39 views and shared


শিরোনাম বিএনএ