অন্ধকারে লুকিয়ে ছিল মৃত্যুদূতেরা! সোমবার (২১ ডিসেম্বর) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে দুই বোন একসঙ্গে বের হয়েছিল। তখনই একসঙ্গে দুইটি সিংহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের জুনাগাধে।
এ ঘটনায় পুরো গুজরাটে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মারা যাওয়া কিশোরীর নাম ভাবনা। অপর কিশোরীর নাম রেখা।
এ বিষয়ে রেখা জানায়, বাইরের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে চাদরে শরীর মোড়া ছিল তাদের। সে সময় হঠাৎই তাদের ওপর লাফিয়ে পড়ে সিংহ দুটি। ভাবনার মাথা কামড়ে ধরে তাকে নিয়ে দৌড় দেয় তারা। তখন রেখা আতঙ্কে লাফিয়ে পড়ে পাশের এক পানির ট্যাঙ্কের দিকে। সেইসঙ্গে জোড়ে চিৎকারও করতে থাকে সে। কিছুক্ষণ পর সেখানে হাজির হয় বন দপ্তরের প্রতিনিধি দল। পরে উদ্ধার করা হয় ভাবনার মরদেহটি।
দেখা যায়, সিংহ দুটি ওই কিশোরীকে প্রায় ১৫০ মিটার দূরে টেনে নিয়ে গিয়ে খেতে শুরু করে দিয়েছিল। তার হাঁটু থেকে উরু পর্যন্ত খাওয়ার পর হইহই শুনে দেহটি সেখানেই রেখে পালিয়ে যায় তারা।
এ বিষয়ে বন অধিদফতরের কর্মকর্তা বলেন, ওই কিশোরীরা চাদর মুড়ি দিয়ে রেখেছিল। তাই অন্ধকারে তাদের ছোট কোনো পশু বলে ভুল করে থাকতে পারে সিংহ দুটি। আপাতত তাদের ধরতে ফাঁদ পেতেছে বন দপ্তর।
বিএনএ/এমএইচ