বিএনএ, ডেস্ক :ইথিওপিয়ার একটি গ্রামে অজ্ঞাত লোকের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে।বুধবার(২৩ ডিসেম্বর) বেনিশানুষ-গুমুজ অঞ্চলের বেকোজি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ।
ইথিওপিয়ান মানবাধিকার কমিশন জানায়, ওই গ্রামে একাধিক নৃতাত্ত্বিক গোষ্ঠীর বসবাস রয়েছে। হামলাকারীরা গুলি চালিয়ে ও আগুন লাগিয়ে তাদের হত্যা করেছে।
সরকারের মুখপাত্র জানান, একদিন আগেই এ অঞ্চলে সফর করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী আবী আহমেদ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও এ হামলার জন্য শান্তিবিরোধীদের দায়ী করেছে তারা ।
উল্লেখ্য, সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত চারবার হামলা হয়েছে ইথিওপিয়ার এ প্রদেশটিতে।
বিএনএ/ওজি