18 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৫
Bnanews24.com
Home » সৌদিতে ৩.৪৩ ও ইরাকে ৫.০৯ মাত্রার ভূমিকম্প

সৌদিতে ৩.৪৩ ও ইরাকে ৫.০৯ মাত্রার ভূমিকম্প


বিএনএ, ঢাকা: সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৩.৪৩ ছিল।

একই দিনে ইরাকেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ইরাকের ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, সেখানে ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.০৯ ছিল। ভূমিকম্পটি দেশটির বিভিন্ন অংশে অনুভূত হয়েছে। যদিও এটি অপেক্ষাকৃত শক্তিশালী ছিল, তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সৌদি আরবের ভূমিকম্পটি হাররাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর–পশ্চিমে অনুভূত হয়। এলাকা দুটি সৌদির মদিনা ও তাবুক অঞ্চলের মধ্যে অবস্থিত। হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম বিখ্যাত আগ্নেয় লাভাখেত্র হিসেবে পরিচিত।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের মৃদু ভূমিকম্প সাধারণত মানুষের জন্য মারাত্মক ক্ষতি সৃষ্টি করে না, তবে অঞ্চলটিতে থাকা আগ্নেয় লাভা ক্ষেত্রের কারণে ভূমিকম্পের প্রকৃতি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হয়।

এসজিএস জানায়, ভূমিকম্পটি কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কারণ হয়নি। তবে স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। হাররাত আল-শাকা এলাকায় আগ্নেয় লাভাখেত্রের কারণে ভূমিকম্পের তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হয়।

 

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ