18 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম


বিএনএ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন তামিম ইকবাল। নির্বাচনের ডামাডোল আর ব্যস্ততার মাঝেও সাবেক ওডিআই অধিনায়ককে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজেই সেটা জানিয়েছেন ড্যাশিং এই ওপেনার। এসময় তামিমের সাথে ছিলেন তার স্ত্রীও।

তামিম ইকবাল নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।’

তবে, ঠিক কি কারণে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, চলতি বছরের জুলাইয়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। গণভবনে লম্বা সময় আলোচনার পর অবসরর সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন এই ওপেনার।

এরপর দুই মাস বিশ্রামে থেকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠেও ফিরেছেন তামিম। যদিও এরপর বিশ্বকাপে খেলেননি তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ