28 C
আবহাওয়া
৪:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বিশেষজ্ঞের পরামর্শ পেলেন ৫ শতাধিক রোগী

বোয়ালখালীতে বিশেষজ্ঞের পরামর্শ পেলেন ৫ শতাধিক রোগী

বোয়ালখালীতে বিশেষজ্ঞের পরামর্শ পেলেন ৫ শতাধিক রোগী

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে শ্যামা পূজা উপলক্ষে সন্তোষ-রেণুবালা মেমোরিয়্যাল মেডিক্যাল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

সোমবার (২৪ অক্টোবর) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের দক্ষিণ সারোয়াতলী সন্তোষ ভবনে শিশু-স্বাস্থ্য, নাক-কান-গলা, মেডিসিন, চক্ষু, গাইনী-অবস্ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন।

চিকিৎসা সেবা প্রদান করেন প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. প্রকাশ কুমার চৌধুরী, ডা. অমল পুরোহিত, ডা. সাইফুল ইসলাম ডা. সুপ্রণ বিশ্বাস, ডা. রাহুল মল্লিক, ডা. পংকজ কুমার চৌধুরী ও ডা. সুলেখা চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য বাসু দেব, ইউপি সদস্য সুরেশ চৌধুরী ও তৌহিদুর রহমান। এতে সার্বিক সহযোগিতা করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।

বিএনএ/ বাবর মুনাফ বোয়ালখালী, ওজি

Loading


শিরোনাম বিএনএ