20 C
আবহাওয়া
৪:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ফার্নিচার গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানীতে ফার্নিচার গোডাউনে অগ্নিকাণ্ড

রাজধানীতে ফার্নিচার গোডাউনে অগ্নিকাণ্ড

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় ফার্নিচার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার(২৩ অক্টোবর) রাত ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুল হালিম জানান, রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল জিএম বাড়ি এলাকায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ