দ্রুতগামী ট্রাকের চাপায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে পথচারী দুলাভাই-শ্যালকের মৃত্যু ঘটেছে। শনিবার(২৪সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে সময় হাসপাতালের সীমানা প্রাচীরের বাইরে রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়ানো কয়েকটি অ্যাম্বুলেন্সও ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পলাতক।
নিহতরা হলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খানপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) ও রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগার আলী (৩৫)। এ সময় আহত হন মকবুল আলী (৪০) নামে অপর একজন। সম্পর্কে হতাহত তিনজন দুলাভাই ও শ্যালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে সুন্দরগঞ্জ থানা থেকে একটি ইজিবাইকে (থ্রি-হুইলার) সাতজন দিনাজপুর শহরের খোয়ারের মোড়ে জরুরি কাজে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ইজিবাইকের চার্জ কমে যাওয়ায় ধীরে চলছিল। এ সময় দুলাভাই মোহাম্মদ আলী ও তার দুই শ্যালক ইজিবাইক থেকে নেমে যান। বাকিরা ইজিবাইকে চলে যান।
এ সময় ফুলবাড়ী থেকে আসা দ্রুতগতির মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা ওই তিনজনকে চাপা দেয় এবং অ্যাম্বুলেন্সগুলোকেও ক্সতিগ্রস্ত করে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।
বিএনএনিউজ২৪,জিএন