বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব। তারা দীর্ঘদিন যাবত স্থানীয় বিভিন্ন নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে কাভার্ডভ্যান, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহনের ড্রাইভারদের থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।
মঙ্গলবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭ এর (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। আটককৃতরা হলেন- চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার চরবস্তি এলাকার মৃত এনামুল হকের ছেলে মো. নুরুল ইসলাম (৫৮) ও একই এলাকার মৃত শাহ আলমের ছেলে মো. নুর হোসেন (৩৫)।
সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, পতেঙ্গার কন্টেইনার ডিপোগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক, কাভার্ডভ্যান, মালবাহী ট্রাক এবং মিনি ট্রাক থেকে জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। নিয়মিত অভিযানের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। সোমবার অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাদের আটক করেন। আইনানুগ ব্যবস্থা নিতে তাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/মনির