বিএনএ, সিলেট : সিলেটে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের করিহাই লান্দু গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিল আহমদ নাবিল (১৪) ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিল জামিল। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিএনএনিউজ/এইচ.এম।