15 C
আবহাওয়া
১০:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » চীনে স্কুলের ছাদ ধসে ১০ জন নিহত

চীনে স্কুলের ছাদ ধসে ১০ জন নিহত


বিএনএ ডেস্ক : চীনের  কিকিহার শহরে  একটি মিডল স্কুলের জিমনেসিয়ামের ছাদ ধসে  ১০ জন নিহত হয়েছে।

রোববার  (২৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ধ্বংসস্তুপের নিচে এখনও একজন আটকা পড়ে আছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানায়।

উদ্ধারকারীরা জানায়, দুর্ঘটনার সময় জিমনেশিয়ামটিতে ১৯ জন মানুষ ছিলো। তাদের মধ্যে ৪ জন নিজে নিজেই বের হয়ে আসতে পেরেছিলো এবং বাকি ১৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছিলো।

স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে ১৪ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয়। সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ