18 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » গ্রীসে দাবানল : সরানো হলো ১৯ হাজার মানুষকে

গ্রীসে দাবানল : সরানো হলো ১৯ হাজার মানুষকে


বিএনএ, বিশ্বডেস্ক : ষষ্ঠ দিনের মত গ্রীসের রোডস দ্বীপে তিনটি স্থানে দাবানল জ্বলছে। প্রায় ১৯ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে গ্রীস কর্তৃপক্ষ।

জলবায়ু পরিবর্তন ও বেসামরিক সুরক্ষা মন্ত্রক বলেছে, ‘দেশে দাবানল থেকে এটিই সবচেয়ে বড় উদ্ধারের ঘটনা।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ১২টি গ্রাম ও বেশ কয়েকটি হোটেল থেকে স্থলপথে ১৬ হাজার এবং সমুদ্রপথে তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ছয়জনকে সংক্ষিপ্ত সময়ের জন্য হাসপাতালে ভর্তি করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকালে ২৬৬ জন দমকল কর্মী এবং ৪৯টি ইঞ্জিন পাঁচটি হেলিকপ্টার এবং ১০টি বিমানের সঙ্গে যোগ দেয়। এরমধ্যে- সাতটি গ্রীক, দুটি তুর্কি ও একটি ক্রোয়েশিয়ান। আরও ১৫টি ইঞ্জিন আসবে বলে আশা করা হচ্ছে।

রোডসের পার্বত্য অঞ্চলে, দমকল কর্মীরা নিকটবর্তী ঘন জঙ্গলে দাবানল ছড়িয়ে পড়া রোধ করার চেষ্টা করছেন।

ভূমধ্যসাগরীয় দেশটিতে রোববার আবহাওয়া উষ্ণ ছিল। মধ্যাহ্নের আগে, তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

পর্যটকসহ সরিয়ে নেওয়া কয়েকজনকে অন্যান্য হোটেল, জিম এবং একটি কনফারেন্স সেন্টারে রাখা হয়েছে। একটি শিপিং সংস্থা তাদের একটি জাহাজে থাকার জন্য প্রস্তাব দিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ