34 C
আবহাওয়া
১১:২০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » খোলাবাজারে হঠাৎ চড়া ডলারের দাম

খোলাবাজারে হঠাৎ চড়া ডলারের দাম

খোলাবাজারে হঠাৎ চড়া ডলারের দাম

বিএনএ, ঢাকা: মার্কিন ডলারের দাম বাড়ছেই। খোলাবাজারে এই মুদ্রা রোববার (২৪ জুলাই) ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৪ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে। হঠাৎ করে ডলার চড়া হয়ে যাওয়ার কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। তবে সাধারণত কেউ বড় অঙ্কের ডলার সংগ্রহ করলে সংকট হয়, এ জন্য দাম বেড়ে যায়।

মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ঈদের আগে ও পরে ১০০ থেকে ১০২ টাকার মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। আজ তা ১০৩ টাকা ছাড়িয়ে যায়।

খোলাবাজারের এক ডলার ব্যবসায়ী গণমাধ্যমকে বলেন, ডলারের দাম ওঠানামা করছে। সকালে প্রতি মার্কিন ডলার ১০১ টাকায় বিক্রি করলেও বিকেলে তা বেড়ে দাঁড়ায় ১০৩ টাকা। তাই ডলার কিনে রাখা ঝুঁকি হয়ে যাচ্ছে। যেকোনো সময় কমে যাওয়ার ভয় থাকে।

ঈদের আগে ও পরে বাজারে ডলারের সরবরাহ ও চাহিদা ভালো ছিল। কারণ, এ সময় অনেকেই বিদেশ থেকে ঈদ করতে দেশে এসেছিলেন। ফলে সরবরাহ বৃদ্ধি পায়। আবার অনেকে ঈদের ছুটিতে বিদেশে গেছেন। ফলে ডলারের চাহিদা ছিল।

খোলাবাজার ও মানি চেঞ্জারগুলো সাধারণত বিদেশফেরত ও সংগ্রহে থাকা ডলার ক্রয় করে। ব্যাংকের রপ্তানি ও প্রবাসী আয়ের সঙ্গে এই বাজারের সম্পর্ক নেই।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ