33 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » দাবি মানলে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত গ্রহণ করবে বিএনপি: ফখরুল

দাবি মানলে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত গ্রহণ করবে বিএনপি: ফখরুল

ভারত থেকে খালি হাতে

বিএনএ ডেস্ক: নির্দলীয় সরকারের দাবি মেনে নিলে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত বিএনপি গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিশা: দুর্নীতি আর লুটপাটের খেসারত’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চায়ের দাওয়াত দিয়ে লাভ নেই। পদত্যাগ করে নির্দলীয় সরকার গঠন করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার অবস্থা প্রায়ই এক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, যে কারণে শ্রীলঙ্কায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বাংলাদেশেও তা ঘটছে। জ্বালানি বিষয়ে সরকারের কোনও পরিকল্পনা ছিল না। সে কারণে বিদ্যুৎ সঙ্কট।

বিএনপি নেতা বলেন, মেগা প্রকল্পের নামে গণলুট করা সরকারের মূল উদ্দেশ্য। এ কারণে দেশে নানামুখী সংকট দেখা দিয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ