28 C
আবহাওয়া
৪:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ২য় টি-২০তে হারের কারণ বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

২য় টি-২০তে হারের কারণ বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বিএনএ,স্পোর্টস ডেস্ক:  টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দুর্দান্ত জয় দিয়ে ধারাবাহিকতা ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।কিন্ত দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হারিয়ে সফরকারীদের মাটিতে নামাল সিকান্দার রাজার দল।

শুক্রবার(২৩জুলাই) ম্যাচ শেষে পাঠানো এক ভিডিও বার্তায় পরাজয়ের কারণ ব্যাখ্যা করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, ‘আত্মতুষ্টিতে ভুগছি এমন কোনো মনোভাব মাঠে আমাদের ছিল বলে মনে হয় না। এই ম্যাচের জন্যও আমাদের পূর্ণ মনোযোগ ছিল এবং ভালো করতে প্রত্যয়ী ছিলাম। হয়তো বা পরিকল্পনা ঠিকমতো কাজে লাগাতে পারিনি। এ কারণে ম্যাচটা হেরেছি।’

হারের কারণ জানাতে অবশ্য বেশ কিছু দায় নিজের কাঁধে নিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। বড় জুটি গড়তে না পারাকেই দূষলেন প্রথমত। বললেন, ‘ব্যাটিংয়ে গ্রুপ হিসেবে আজ আমরা ক্লিক করতে পারিনি। কোনো বড় পার্টনারশিপ করতে পারিনি। ১৬০ রানেরও বেশি তাড়া করতে গেলে ভালো শুরু গুরুত্বপূর্ণ। তাও করতে পারিনি। তাই ফলাফল পক্ষে আসেনি।’

আগ্রাসী ব্যাটিংয়ের প্রবণতাকে দায়ী করলেন না রিয়াদ। বললেন, ‘না, অমন ব্যাটিং এপ্রোচ নিয়ে আমি হতাশ নই। ১৬০ রান তাড়া করতে গেলে ঝুঁকি নিতেই হবে। দ্রুত ২-৩ উইকেট হারিয়ে ফেলায় চাপে ছিলাম। একটা ৩০ আর একটা ৫০ রানের পার্টনারশিপ হলে জয়ের ভিত তৈরি হয়ে যেত।’

শুক্রবার বিকেলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২৩ রানে জিতল স্বাগতিক জিম্বাবুয়ে। এই জয়ের মাধ্যমে সিরিজে সমতায় ফিরলো জিম্বাবুয়ে। প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় সফরকারী বাংলাদেশ।জিম্বাবুয়ে সফরে গিয়ে রীতিমতো উড়ছিল বাংলাদেশ। একমাত্র টেস্টে স্বাগতিকদের ২২০ রানে হারায় মুমিনুল বাহিনী। তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে তামিম বাহিনী।

২৫ জুলাই সিরিজের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে দল দুইটি। ওই ম্যাচে বিজয়ী দল সিরিজ জিতবে।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ