27 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » ওয়াগনার গ্রুপের বিদ্রোহ

ওয়াগনার গ্রুপের বিদ্রোহ


বিএনএ, বিশ্বডেস্ক: বেশ কয়েকমাস ধরেই দ্বন্দ্ব চলছে রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে। এ ছাড়া সামরিক শীর্ষস্থানীয়দের সাথে তার চলমান দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে উঠেছে।এবার সেই দ্বন্দ্ব রূপ নিলো বিদ্রোহে। রাশিয়ার ভাড়া করা যোদ্ধারা এবার বিদ্রোহ করে বসল খোদ রাশিয়ার বিরুদ্ধেই।

মস্কোর মেয়র সেগেয়ই সোবিয়ামিন শনিবার এক টেলিগ্রামবার্তায় বলেন, ‘ উদ্ভূত পরিস্থিতিতে মস্কোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সন্ত্রাসবাদ প্রতিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।’

মস্কোর বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং যাবতীয় উদযাপন থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে টুইটবার্তায় সোবিয়ামিন বলেন, ‘আমরা এখন এক বিশেষ পরিস্থিতির মধ্যে রয়েছি। মস্কোবাসীর প্রতি অনুরোধ— প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না এবং জনসমাগম ও যাবতীয় উদযাপন থেকে বিরত থাকবেন।’

শুক্রবার এক ভিডিও বার্তায় ইউক্রেনে যুদ্ধরত পিএমসি ওয়াগনারের শীর্ষ কমান্ডার রুশ বাহিনী ও মস্কোর বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন। নিজের মুখপাত্রের মাধ্যমে এক অডিওবার্তায় তিনি অভিযোগ করেন— ইউক্রেনে রুশ বাহিনীর সদস্যরা তাদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলাচ্ছে এবং এসব হামলায় ইতোমধ্যে পিএমসি ওয়াগনারের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছেন।

অডিও বার্তায় মস্কোর নেতৃত্বকে উৎখাত করার হুমকি দিয়ে তিনি বলেন, ‘আমরা ইউক্রেন থেকে মস্কোর উদ্দেশে রওনা হয়েছি। এটা কোনো সশস্ত্র বিদ্রোহ নয়, বরং ন্যায় বিচারের জন্য পদযাত্রা। আমাদের যাত্রাপথে যদি কোনো প্রতিবন্ধকতা আসে, সেক্ষেত্রে আমরা তাকে হুমকি হিসেবে বিবেচনা করব এবং এবং তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করব।’

এদিকে সশস্ত্র বিদ্রোহের জন্য প্রিগোজিনের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস। ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির বাহিনীকে প্রিগোজিনের আদেশ উপেক্ষা করে তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছে মস্কো।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ