29 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - জুন ৩০, ২০২৪
Bnanews24.com
Home » কাঁদলেন- কাঁদালেন বিদায়ী আনোয়ারা উপজেলা শিক্ষা কর্মকর্তা

কাঁদলেন- কাঁদালেন বিদায়ী আনোয়ারা উপজেলা শিক্ষা কর্মকর্তা

কাঁদলেন- কাঁদালেন বিদায়ী সহকারি শিক্ষা অফিসার

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম),এনামুল হক নাবিদ: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সহকারি শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের বিদায় ও নবাগত উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো আনোয়ারুল কাদেরের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য দিতে এসে আশিষ কুমার আর্চয্য বক্তব্যের এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অপর দিকে আবেগ আপ্লুত হয়ে পড়েন দীর্ঘদিনের সহকর্মীরাও। এসময় অনুষ্ঠানে চাপা কান্নার রুল পড়ে যায়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীলের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম ছরোয়ার হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: আনোয়ারুল কাদের, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য ও বিটন চন্দ্র দেব ।

বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের সম্মানে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীল ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ