বিএনএ , ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করেছে। শনিবার রাত ৮টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন।
প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।এর আগে ড. ইউনূসের পদত্যাগের ইস্যুতে আলোচনা শুরু হলে সর্বদলীয় বৈঠকের আহ্বান জানায় জামায়াতে ইসলামী।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিএনপির পর জামায়াতের সঙ্গে বৈঠক হবে। জামায়াতের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনএ/ ওজি