বিএনএ, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠনসহ পাঁচ দফা দাবিতে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচি শুরু হয়।কর্মসূচির আয়োজন করা হয় ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে।
কর্মসূচি শুরুর পর অংশগ্রহণকারীরা ‘তুমি কে, আমি কে? ইউনূস, ইউনূস!’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা’; ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’; ‘বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো’; ‘চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস’ স্লোগান দিতে থাকেন।
তাদের দাবির মধ্যে রয়েছে ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করতে হবে; জাতীয় সরকার গঠন করতে হবে; সংবিধান সংস্কার করতে হবে; জুলাই মাসের হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগের বিচার করতে হবে ও ড. ইউনূসকে অন্তত ৫ বছরের সময় দিতে হবে।
বিএনএ/ ওজি