17 C
আবহাওয়া
৯:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান

বিয়ে করলেন কণ্ঠশিল্পী ইমরান


বিএনএ, বিনোদন ডেস্ক : চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করলেন। ঘরোয়া পরিবেশে পারিবারিকভাবেই বিয়ের পর্ব সেরেছেন তিনি।

নিজেই সামাজিকমাধ্যমে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান।

ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ইমরান মাহমুদুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম।’

নভেম্বরে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে জানিয়ে ইমরান লিখেছেন, ‘পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো। তবে আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ।’

সবশেষ দোয়া চেয়ে এই গায়ক লেখেন, ‘আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ