21 C
আবহাওয়া
৮:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারে একটি বিশ্ববিদ্যালয় আধুনিকতায় এগিয়ে যায়: কুবি উপাচার্য

তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারে একটি বিশ্ববিদ্যালয় আধুনিকতায় এগিয়ে যায়: কুবি উপাচার্য

তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহারে একটি বিশ্ববিদ্যালয় আধুনিকতায় এগিয়ে যায় কুবি উপাচার্য

বিএনএ, কুবি: ‘যোগ্যতা নিশ্চিতকরণ, সুন্দর আচরণ, সুশাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং যথাযথ তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে একটি বিশ্ববিদ্যালয় আধুনিকতার দিকে এগিয়ে যায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই শর্তগুলো নিশ্চিতকরণের দ্বারা বিশ্বমানের হয়ে গড়ে উঠবে।

বুধবার (২৪ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে স্টকহোল্ডারদের নিয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. হাবিবুর রহমানের সঞ্চালনায় শুদ্ধাচার ও সুশাসন নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, বিভাগের প্রধান, প্রাধ্যক্ষ, বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিভাবকরা। এসময় তারা নিজেদের মতামত প্রকাশ করেন।

এসময় বক্তারা বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটা ভাল সম্পর্ক গড়ে ওঠার মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ঘাটতি চিহ্নিতকরণ ও তার সমাধান এবং তথ্য প্রযুক্তির যথাযথ প্রয়োগের দ্বারা বিশ্ববিদ্যালয়ে নতুন পরিবেশ সৃষ্টি হবে’।

বিএনএনিউজ/হাবিবুর রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ