14 C
আবহাওয়া
১১:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

বিএনএ, লোহাগাড়া : চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের একটি এসি বাস এবং শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ আহত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান এলাকায়  এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

প্রত্যক্ষদর্শীরা জানান, চুনতি মিঠার দোকান এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের এসি বাসটি ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মকসুদ আহমেদ বলেন, দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানায় নেয়া হবে।

বিএনএনিউজ/ রায়হান সিকদার/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ