বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের বগাদি এলাকায় সিএনজির ধাক্কায় জসিম উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মে) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই দুলাল হোসেন জানান, আমার ভাই আড়াইহাজার সেনিবাশদি এলাকায় হোটেলের ব্যবসা করেন। সকালের দিকে বগাদি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি সিএনজি ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, আমাদের বাসা নারায়ণগঞ্জ জেলার, আড়াইহাজার থানার, সেনিবাশদি গ্রামে। নিহত জসিম উদ্দিনের এক ছেলে ও এক মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।