33 C
আবহাওয়া
১০:৫৯ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে জান্তার সৈন্যদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি বিদ্রোহীদের

মিয়ানমারে জান্তার সৈন্যদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি বিদ্রোহীদের

ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স(কেএনডিএফ) (the Karenni Nationalities Defense Force (KNDF) এবং কারেন আর্মি( the Kareni Army (KA)

মিয়ানমারে জান্তার সৈন্যদের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি চলছে কায়াহ প্রদেশে। থাইল্যান্ড সীমান্তের নিকটবর্তী গহীন অরণ্যে সম্প্রতি কারেননি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্স(কেএনডিএফ) (the Karenni Nationalities Defense Force (KNDF) এবং কারেন আর্মি( the Kareni Army (KA) তাদের নতুন সৈন্যদের অস্ত্রচালনার প্রশিক্ষণ দিতে দেখা যায়। ছবিটি কায়াহ(Kayah) প্রদেশের ডেমোসো নামক স্থান থেকে তোলা। ছবিটি মিয়ানমার সংবাদমাধ্যম ইরাবতি থেকে নেয়া।

ডেমোসোতে ইতোপূর্বে সরকারি সেনাদের সাথে বিদ্রোহীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সরকারি বাহিনী হামলায় বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করেছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ