15 C
আবহাওয়া
৭:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মাত্র চার দিনের পরিচয়ে শাহরুখকে বিয়ে করলেন অভিনেত্রী এমি

মাত্র চার দিনের পরিচয়ে শাহরুখকে বিয়ে করলেন অভিনেত্রী এমি


বিএনএ, বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেত্রী এমিয়া এমি বিয়ে করেছেন। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।

এমিয়া এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।

এমি বলেন, কমন বন্ধুর মাধ্যমে আমাদের পরিচয়। পরিচয়ের পাঁচ দিনের মাথায় আমাদের দুজনের মনে হয়েছে, আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই। মাত্র এক ঘণ্টার সিদ্ধান্তে বিয়ে করেছি। তাই সবাইকে বলতে পারিনি। শিগগিরই বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে। তখন সবাইকে দাওয়াত করব।

সাংসারিক জীবন শুরুর আগে দুজনে মিলে হজ করার ইচ্ছের কথা জানিয়ে এমি বলেন, তার স্বামী ইংল্যান্ডে চলে যাবে। এখনও হানিমুন বা অন্য কোনো প্ল্যান করা হয়নি।

এমিয়া এমি মডেল ও অভিনেত্রী। ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে তাঁকে দেখা গেছে। এ সিনেমাটি সংকটের বাজারে বেশ সাড়া ফেলেছিল।  তারপর এমির মিডিয়ায় উপস্থিতি কমে যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ