14 C
আবহাওয়া
৫:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত

বিএনএ, রাজশাহী : রাজশাহীতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক বাস চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৩ জন। সোমবার (২৪ মে) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম (৩২) রাজশাহীর চকছাতারির বাসিন্দা। তিনি রাজশাহী-চারঘাট রুটের আফিয়া পরিবহনের চালক ছিলেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত ১৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে হানিফ পরিবহনের একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আফিয়া পরিবহনের বাসটি যাচ্ছিল চারঘাট উপজেলার দিকে। দুপুর ১টার দিকে বাস দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের বিভিন্ন অংশ কেটে হানিফ পরিবহনের চালকসহ ১২ জনকে উদ্ধার করে। এ সময় একটি অটোরিকশাও দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশার এক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ