Bnanews24.com
Home » এডি সায়েন্টিফিক ইনডেক্স তালিকায় বশেমুরবিপ্রবির ৯ শিক্ষক
শিক্ষা সব খবর

এডি সায়েন্টিফিক ইনডেক্স তালিকায় বশেমুরবিপ্রবির ৯ শিক্ষক

এডি সায়েন্টিফিক ইনডেক্স তালিকায় বশেমুরবিপ্রবির ৯ শিক্ষক

বিএনএ,বশেমুরবিপ্রবি : অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিং-২০২২ এ বিশ্বসেরা গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৯ জন শিক্ষক। শনিবার (২৩ এপ্রিল ২০২২) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের সাত লাখ ২৯ হাজার গবেষকদের এ তালিকায় স্থান পেয়েছেন তারা।

আন্তর্জাতিক মানের এই সূচকটির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এর মধ্যে ফার্মাকোলোজিতে একজন,বায়োফিজিক্যালে একজন, ন্যাচারাল সায়েন্সে তিনজন, হিউম্যান রিসোর্স মেনেজম্যান এর একজন,এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রির একজন,মেডিকেল এন্ড হেল্থ সায়েন্সের একজন, ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজির একজন বশেমুরবিপ্রবি শিক্ষকের নাম রয়েছে।

প্রকাশিত তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে ১ম এ আছেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. দীপঙ্কর কুমার, ২য় হিসেবে আছেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম সোহাগ, ৩য় এসিসিই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, ৪র্থ এএসভিএম সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হক, ৫ম ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মিলন মন্ডল, ৬ষ্ট ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শামসুল আরেফিন, ৭ম পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান, ৮ম রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মতিয়ার রহমান এবং বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে মাহফুজা শাপলা।

উল্লেখ্য, সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করেছে।

বিএনএনিউজ২৪.কম/ফাহীসুল হক ফয়সাল/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন