26 C
আবহাওয়া
৪:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » তুরস্কে নবীর ব্যবহৃত শীতবস্ত্রের প্রদর্শনী

তুরস্কে নবীর ব্যবহৃত শীতবস্ত্রের প্রদর্শনী


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্কের ইস্তামুলে হযরত মুহাম্মদ (স.) এর পরিধান করা একটি শীতবস্ত্র প্রদর্শিত হচ্ছে। নবীর শীত বস্ত্রটি দেখতে বিপুল সংখ্যক মানুষ ভীড় করে ইস্তাম্বুলের ফাতিহ জেলার হিরকা-ই শেরিফ মসজিদে।

দুই বছর পর আবার প্রদর্শিত হচ্ছে প্রায় ‌১৪০০ বছর আগে ব্যবহার করা নবীর পোশাকটি। শুক্রবার পোশাকটি দেখার জন্য লম্বা লাইন লক্ষ্য করা যায় মসজিদের বাহিরে।

খবরে বলা হচ্ছে, পোশাকটি দেখে কেউ কেউ কান্নায় ভেঙ্গে পড়েন। আবার কেউ কেউ নামাজ পড়েন।

নবীর শীতবস্ত্র দেখতে আসা লেইলা কাহরামান নামে এক দর্শনার্থী বলেন, গত রাতে আমি ঘুমাতে পর্যন্ত পারিনি উত্তেজনায়। আমার নবীর পোশাকটি আমি দেখেছি।  আমি এই মুহূর্তটিদেখার জন্য দুই বছর অপেক্ষায় ছিলাম।

কাহরামান তার ৯ বছর বয়সী ছেলে ওমর ফারুককেও মসজিদে নিয়ে আসেন। ওমর ফারুক বলেন, “আমি নবীকে খুব ভালোবাসি।  এখানে এসে অনেক খুশি।

ঈদের দুই দিন দিন আগ পর্যন্ত পোশাকটি প্রদর্শন করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ