25 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘন্টায় ৮৩জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৭

দেশে ২৪ ঘন্টায় ৮৩জনের মৃত্যু, শনাক্ত ২৬৯৭

করোনা ভাইরাস

বিএনএ, ঢাকা: বাংলাদেশে ২য় বছরের মত করোনাভাইরাস সংক্রমণ অব্যাহত রয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মারাগেলেন মোট ১০ হাজার ৯৫২ জন। আর গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি ভাইরাসটি ধরা পড়েছে ২ হাজার ৬৯৭ জনের শরীরে।

শনিবার(২৪ এপ্রিল) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যে এসব জানা গেছে।এর আগে গত ১৯ এপ্রিল করোনায় দেশে একদিনে রেকর্ড ১১২ জনের মৃত্যু ঘটে, যা একদিনে সর্বোচ্চ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬৯৭ জন নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।

২৪ ঘণ্টায় ২ লাখ ৭ হাজার ৫১৫ জনের ভ্যাকসিন গ্রহণ

 

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২ লাখ ৭ হাজার ৫১৫ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজে ২০ হাজার ১৯৪ জন এবং দ্বিতীয় ডোজে ১ লাখ ৮৭ হাজার ৩২১ জন ভ্যাকসিন গ্রহণ করেন। প্রথম ডোজে ১২ হাজার ২৭০ জন পুরুষ এবং ৭ হাজার ৯২৪ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ১ লাখ ১৭ হাজার ৩৩ জন পুরুষ এবং ৭০ হাজার ২৮৮ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

 

এ নিয়ে সারা দেশে গত ২৭ জানুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন। এদের মধ্যে প্রথম ডোজে ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন পুরুষ এবং ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন। দ্বিতীয় ডোজে ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন পুরুষ এবং  ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন মহিলা ভ্যাকসিন গ্রহণ করেন।

 

উল্লেখ্য, ২৪ এপ্রিল ২০২১ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত সরকার কর্তৃক তৈরিকৃত সুরক্ষা অ্যাপে মোট ৭২ লাখ ৬ হাজার ৫৬৫ জন  ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন।

বিএনএ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ