20 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ভারত ঘাটতি মেটাতে জার্মানি থেকে আনছে অক্সিজেন

ভারত ঘাটতি মেটাতে জার্মানি থেকে আনছে অক্সিজেন

জার্মানি থেকে অক্সিজেন আনছে ভারত

বিএনএ, বিশ্ব ডেস্ক : প্রাণঘাতি করোনাকালীন অক্সিজেন ঘাটতি মেটাতে জার্মানি থেকে অক্সিজেন আনছে ভারত। দেশটি জার্মানি থেকে আকাশপথে মোবাইল অক্সিজেন প্ল্যান্ট আনছে। আনন্দাবাজার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট বিমানে করে বয়ে নিয়ে আসবেন ভারতীয় বিমানবাহিনীর পাইলটরা। এসব প্ল্যান্টের প্রতিটিতে মিনিটে ৪০ লিটার অক্সিজেন তৈরি হবে। আর ঘণ্টায় প্ল্যান্টে ২ হাজার ৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করা যাবে।

মহামারির দ্বিতীয় ঢেউ ভারতের প্রতিটি রাজ্যে দেখা দিচ্ছে অক্সিজেনের জন্য হাহাকার। দেশটিতে সংক্রমণ এত দ্রুত আর মারাত্মকভাবে ছড়াচ্ছে যে, হাসপাতালগুলোতে অক্সিজেনের মজুদ শেষ হয়ে আসছে।

দেশটিতে প্রতিদিন তিন লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। দিন যত যাচ্ছে অক্সিজেনের হাহাকারও বাড়ছে। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতেই জার্মানি থেকে অত্যাধুনিক এসব অক্সিজেন প্ল্যান্ট আনা হবে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ