31 C
আবহাওয়া
১২:১৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চমেক হাসপাতালে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

চমেক হাসপাতালে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

চমেক হাসপাতালে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

বিএনএ, চট্টগ্রাম: চমেকের প্রধান ফটকের সামনে চার দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত ইন্টার্ন চিকিৎসকরা পোস্ট গ্রেজুয়েট ট্রেইনীসহ কর্মবিরতিতে যায়।

চমেক হাসপাতালে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

এর পরিপ্রেক্ষিতে রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় সকল ইন্টার্ন ডক্টর ও পোস্ট গ্রাজুয়েট ট্রেইনিরা যৌথভাবে চমেক হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি
১। ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।
২। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে।
৩। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে।
৪। অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ