33 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট


বিএনএ, চট্টগ্রাম : রোজার আগের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে যানজট চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে চট্টগ্রাম নগরের অলংকার মোড় পর্যন্ত ছাড়িয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের অলংকার মোড় থেকে ধীরে ধীরে গাড়ি ঢাকার দিকে যাচ্ছে। কখনো কখনো ঠায় দাঁড়িয়ে পড়লে তখন যাত্রীরা গাড়ি থেকে নেমে পড়ে। আবার গাড়ি চলা শুরু করলে দৌড়ে গাড়িতে উঠে যায়। থেমে থেমে চলছে যানবাহনগুলো।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ওই মহাসড়কে সাড়ে তিন ঘণ্টার মাথায় দুটি দুর্ঘটনা। এ দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গাড়ি ও লাশ উদ্ধারে সময় বেশি লাগায় যানজটের সৃষ্টি হয়। তবে এ যানজট আরও বাড়িয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সওজ ভাটিয়ারী এলাকায় মহাসড়কের ওপর রাম্বল স্পিডব্রেকার বসানোর কারণে এ যানজট দীর্ঘ হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানীর বলেন, বৃহস্পতিবার বিকেল থেকেই বন্দরের গাড়িসহ মহাসড়কে যানবাহনের চাপ অত্যধিক বেড়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে সওজের লোকজন গাড়ির চাপের ভেতর সড়কে রাম্বল স্পিডব্রেকার বসিয়েছেন। যার কারণে যানজট অতিমাত্রায় বেড়ে যায়।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 120 


শিরোনাম বিএনএ