33 C
আবহাওয়া
৯:১৮ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কলকাতার বন্দরে ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ

কলকাতার বন্দরে ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ

কলকাতার বন্দরে ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ

বিএনএ, বিশ্বডেস্কঃ কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট ওয়ান ডুবে গেছে। ডুবে যাওয়ার কিছু আগেই জাহাজটিতে পণ্য লোডিংয়ের কাজ শেষ হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৯টায় শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২৫ মার্চ) কলকাতা থেকে জাহাজটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা পৌনে ১১টার দিকে মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।

জাহাজটিতে ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার ছিল। যার মোট ওজন ৩০৮৯ মেট্রিক টন। ২০ ফিটের কন্টেইনারগুলোর মধ্যে ১৮টি পুরোপুরি ডুবে যায়। আর ৪০ ফিটের কন্টেইনারগুলোর ১০টি ভাসতে থাকে। দড়ি দিয়ে বেঁধে সেগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওভারলোডিংয়ের কারণে জাহাজটি ডুবে গেছে।

মেরিন ট্রাফিক জানাচ্ছে, জাহাজটি বাংলাদেশি। এটি ২০১৮ সালে তৈরি করা হয়।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ