36 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ১০ দিনব্যাপী একক সদ্ধর্মদেশনা

ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ১০ দিনব্যাপী একক সদ্ধর্মদেশনা

ফটিকছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ১০ দিনব্যাপী একক সদ্ধর্মদেশনা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর ফরাঙ্গীখিল গ্রামে ড. এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ সাধক গুরু ভান্তের একক সদ্ধর্মদেশনা শুরু হয়েছে। এই সদ্ধর্মদেশনা শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) থেকে প্রায় ৪০ শিষ্য নিয়ে ভোর সকালে পিন্ডদান ও সকাল-বিকাল সদ্ধর্মদেশনা অনুষ্ঠান হয়।

একক সদ্ধর্ম দেশনায় ড. এফ দীপংকর মহাথেরো ধূতাঙ্গ সাধক বলেন, নিজের চিত্তকে আগে পরিশুদ্ধ করতে হবে। অহংকার, লোভ লালসা, মন থেকে মুছতে হবে তাহলে হবে ধর্ম চর্চা। মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি যত শ্রেণীর মানুষ আছে সবাইকে একমানুষ হিসেবে মনে ধারণ করতে হবে। ভেদাভেদের কোন চিহ্ন থাকবেনা মানুষের মাঝে।

তিনি আরও বলেন, সংসার জগতে দুঃখ থাকবে বেদনা থাকবে এর মাঝে নিজ নিজ ধর্মকে মনের মাঝে লালন করাই হবে প্রকৃত অর্থে ধর্ম।

এমন আয়োজন যারা করেছেন তারা হলেন ফরাঙ্গীখিল গ্রামের লায়ন নিপু বড়ুয়া, মাষ্টার দুলাল কান্তি বড়ুয়া, ভাগ্যধর বড়ুয়া, রতন বড়ুয়া, প্রফেসর মানিক চন্দ্র বড়ুয়া, সাংবাদিক বাচ্চু বড়ুয়া, সাগর বড়ুয়া, সৌরভ বড়ুয়াসহ বৌদ্ধ যুব পরিষদের সকল সদস্যরা।

বিএনএনিউজ/ বাচ্চু বড়ুয়া/ বিএম/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ