বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের জোরারগঞ্জে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার(২৩ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
আটকরা হলেন, ফটিকছড়ি থানার আবুল কাশেমের ছেলে নাঈম (১৯), হাটহাজারীর পশ্চিম ফরহাদাবাদ এলাকার নছাদ আলীর ছেলে হোসেন আলী (২৬)।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট- খাগড়াছড়ি মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে র্যাব। এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি এ্যাম্বুলেন্সের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা এ্যাম্বুলেন্সটিকে থামানোর সংকেত দেয়। সংকেত পেয়ে গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটকায়। ৭৫ কেজি গাঁজা উদ্ধারসহ নাঈম ও হোসেন আলীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা।
আটক দুই ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/ ওজি