40 C
আবহাওয়া
৪:১৩ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে মাসব্যাপী বিএনপির কর্মসূচি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে মাসব্যাপী বিএনপির কর্মসূচি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে মাসব্যাপী বিএনপির কর্মসূচি

বিএনএ,ঢাকা:৩০শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশসহ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনে মাসব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।বুধবার(২৪ ফেব্রুয়ারি)গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সে সময়, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন,মার্চ মাসব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির কর্মসূচি পালনে গণতান্ত্রিক সকল প্রক্রিয়া মেনে সরকারের সহযোগিতা চাওয়া হবে।মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে, বিএনপি।তাই সমাবেশ ছাড়াও, মার্চজুড়েই বিভিন্ন কর্মসূচি থাকবে। তবে,এ সব উৎসব আয়োজনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।আইনশৃঙ্খলা বাহিনী এসব অনুষ্ঠানের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।পাশাপাশি দলমত নির্বিশেষে সব পেশার জনগণকে এ আয়োজনে যোগ দেয়ার আহ্বান জানান ড.মোশাররফ।

সংবাদ সম্মেলনের শুরুতে সদ্য প্রয়াত সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মার্চ মাসজুড়ে বিএনপির কর্মসূচিগুলো হচ্ছে: ১ মার্চ সুবর্ণজয়ন্তী কর্মসূচির উদ্বোধন, ২ মার্চ ছাত্রসমাজ কর্তৃক স্বাধীনতার পতাকা উত্তোলন শীর্ষক আলোচনা সভা,৩ মার্চ ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ শীর্ষক আলোচনা সভা,৭ মার্চ আলোচনা সভা,৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন,৯ মার্চ সেমিনার, ১০ মার্চ রচনা প্রতিযোগিতা,১৩ মার্চ বছরব্যাপী রক্তদান কর্মসূচির উদ্বোধন,১৫ মার্চ চিত্রাঙ্কন প্রতিযোগিতা,২০ মার্চ আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সেমিনার,২২ মার্চ স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, জেড ফোর্স এবং বীর উত্তম জিয়াউর রহমান শীর্ষক সেমিনার,২৩ মার্চ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য মেলা, ২৪ মার্চ নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারী এরশাদের জোরপূর্বক ক্ষমতা দখল শীর্ষক সেমিনার,২৫ মার্চ কালো রাত্রি শীর্ষক আলোচনা সভা,২৬ মার্চ স্বাধীনতা দিবসে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, রক্তদান কর্মসূচি, সারা দেশে র‍্যালি,২৭ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে গমন ও বগুড়ায় বাগবাড়ি গমন এবং দুই জায়গায় আলোচনা সভা,২৮ মার্চ মুক্তিযোদ্ধা সংবর্ধনা,৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সুবর্ণজয়ন্তী মহাসমাবেশ ও ৩১ মার্চ মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্রাঙ্কন প্রদর্শনীর উদ্বোধন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও সদস্য সচিব আবদুস সালাম। এছাড়া বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজ উদ্দিন নসুসহ চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানও উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ