বিএনএ, ঢাকা : প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে পল্টন থানার আরেক মামলায় তাঁর জামিন আবেদন মঞ্জুর করা হয়েছে। এ নিয়ে ১০ মামলার মধ্যে ৯টিতে জামিন পেলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (২৪ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে করা আরও দুটি মামলার জামিন শুনানি হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় তাঁর জামিন আবেদন নাকচ হয়েছে। তবে পল্টন থানার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। ১০টির মধ্যে ৯টি মামলায় জামিন পেলেন তিনি।
বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা/এইচমুন্নী