22 C
আবহাওয়া
১২:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

তাপমাত্রা

বিএনএ ডেস্ক: পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) ভোর থেকেই ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে জবুথবু জনজীবন। সকাল ৯টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

এদিকে কয়েকদিন ধরেই রাতভর ঘন কুয়াশা থাকলেও সকালের দিকে কুয়াশা কমে আসে। সারাদিন হালকা কুয়াশার সঙ্গে মেঘাচ্ছন্ন থাকে চারদিক। তবে বুধবার বেলা ১১টা পর্যন্ত সূর্যের  দেখা মেলেনি। কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। সঙ্গে হিমেল বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হয়। হাড় কাঁপানো শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বুধবার সকাল ৯ টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। মঙ্গলবার চলতি শীত মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি। এর আগে গত ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করা হয়েছিল।

বিএনএনিউজ২৪/এমএইচ/ হাসনা/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ